শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

| বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল দুই দল। ফলে তৃতীয় ম্যাচটি পরিনত হয় ফাইনালে। আর সে ফাইনালের দলে ছিলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু তাতেও ক্যারিবীয়রা উড়ে গেল। ২০০ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ফলে সিরিজ জিতে নিয়েছে ভারত ২১ ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নামা ভারত ৫ উইকেটে করে ৩৫১ রানের বিশাল পাহাড়। ৩৫২ রানের পাহাড় টপকাতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১৫১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। আর তাতেই বরন করতে হয় ২০০ রানের বিশাল হারের লজ্জা।

পূর্ববর্তী নিবন্ধফিচের ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনমন
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে কমিটি গঠন করেছে বিসিবি