বেলারুশের সেনাবাহিনীর হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করছে–এমন অভিযোগ তুলে মঙ্গলবার নিজেদের পূর্ব সীমান্তে দ্রুত সেনা পাঠানোর কথা জানিয়েছে পোল্যান্ড। তবে বেলারুশের সেনাবাহিনী এ ধরনের কোনও লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেছে, সীমান্তে নিজেদের সেনা জড়ো করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি ন্যায়সঙ্গত বলে জাহির করতে পোল্যান্ড এ অভিযোগ করেছে। খবর বিডিনিউজের্
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে জোরালো সমর্থন দিয়ে আসছে দেশটি। অন্যদিকে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং মিত্র বেলারুশ। পোল্যান্ড–বেলারুশ বর্তমান উত্তেজনার অন্যতম কারণ বেলারুশে রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগানার গ্রুপের উপস্থিতি।
রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে দেড় দিনের এক বিদ্রোহের জেরে ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলারুশে ওয়াগানার বাহিনীর উপস্থিতি পোল্যান্ড সরকারের ঘুম কেড়ে নিয়েছে।