ইয়াবা উদ্ধার মামলায় দুই যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই যুবক হলেন, উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকার আশরাফ মিয়ার ছেলে বাদশা মিয়া ও চকরিয়ার বরইতলী পহরচাঁদা এলাকার সবুজপাড়ক ইমাম শরীফের বাড়ির খলিলুর রহমানের ছেলে মো. শাহাজাহান।

গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করে বলেন, ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত দুই যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় সংস্থাটির একজন কর্মকর্তা বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে ২০২১ সালের ২১ নভেম্বর দুই যুবকের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধতারেক-জোবাইদাকে ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করব : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধচলন্ত বাসে হঠাৎ বুক ব্যথা চালকের