ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি দ্রুত গতিতে রাঙামাটির দিকে যাচ্ছিল। চট্টগ্রাম–রাঙামাটি সড়কের রাউজান জানালী হাট এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক। শরীরে কাঁপুনি দিয়ে শুরু হয় প্রচণ্ড বুক ব্যথা। কিন্তু এর মধ্যেও বাসটি নিয়ন্ত্রণের চেষ্টা ছিল চালকের। গতি কমিয়ে সড়কের পাশে থামানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ততক্ষণে বাসটি সেখানে দাঁড় করিয়ে রাখা রিকশা ও টমটমকে দুমড়ে মুচড়ে দেয়। তবে শেষ পর্যন্ত দুর্ঘটনারোধক পিলারের সঙ্গে আটকে যায় বাসটি। আর তাতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ২২ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম–রাঙামাটি চার লেইন মহাসড়কের বেরুলিয়া এলাকায়। অসুস্থ হয়ে পড়া বাস চালকের নাম সাজিদ (৪৫)। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, বাসটি কুণ্ডেশ্বরী এলাকা পার হওয়ার পরই চালক অসুস্থ হয়ে পড়েন। তিনি বুকে ব্যথা অনুভব করলে বাসটি নিয়ন্ত্রণ করার চেষ্টার মাঝে ঘটে এই ঘটনা।
বাসটির সুপারভাইজার বলেন, ঢাকা থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা বাসে যাত্রী ছিল ২২ জন। এর মধ্যে জানালী হাট এলাকায় আসলে চালক অসুস্থ হয়ে পড়েন।
রাউজান হাইওয়ে থানা পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে দুর্ঘটনায় পড়া বাসটি (ঢাকা মেট্রো ব ১৪–৬৫৮৮) উদ্ধার করে। এর আগে অসুস্থ চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাসটি উদ্ধার করে সুপারভাইজারের জিম্মায় দেয়া হয়েছে।