২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫ জনে। মোট আক্রান্তের মাঝে কেবল জুলাই মাসেই আক্রান্ত ২ হাজার ৩১১ জন। যা মোট আক্রান্তের ৭৭ শতাংশ। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মাঝে ১৬ জনেরই মৃত্যু হয়েছে জুলাই মাসে। মোট মৃত্যুর ১৪ জনই শিশু। দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ৮০ জন।