ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মী রিমান্ডে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং এলাকায় নাশকতার অভিযোগে দায়ের মামলায় ইসলামী ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, আকিফ ইবনে ইউনুস, মারুফ প্রকাশ গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, নুর নবী, লোকমান হোসেন, মিজানুর রহমান ও ফেরদৌস আহমেদ।

গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একজন আসামির পরীক্ষা থাকায় তার রিমান্ড না মঞ্জুর করা হয়েছে বলেও জানান তিনি।

আদালতসূত্র জানায়, গত ২৮ জুলাই ডবলমুরিং থানা পুলিশ ছাত্র শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে এবং ৫০০ জনের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, জুমার নামাজের পর আগ্রাবাদ থেকে চৌমুহনী হয়ে মিছিল বের করে ছাত্র শিবির। একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে বৃক্ষমেলায় ১০ টাকায় মিলবে চারা
পরবর্তী নিবন্ধতৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত ট্রাম্প