এক কোটি ২০ লাখ টাকার চোরাই বিটুমিন জব্দ

সীতাকুণ্ডে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, সীতাকুন্ড থানাধীন সোনাইমুরী ফকিরহাট এলাকায় নিজাম উদ্দিন এবং আকবর আলীর জায়গায় কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছেএমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার র‌্যাব, চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব আসামি মো. দিদারুল ইসলাম (৩৫), মো. দেলোয়ার হোসেন খান (৪২), কবির (৪২) এবং মো. তাজুল ইসলামকে (৬১) আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন সংরক্ষণ করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে তারা। এ সময় আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থাকা ৮৫৪টি ড্রাম এবং ২টি ডাম্প ট্রাক থেকে সর্বমোট ১৭৯ মেট্রিক টন চোরাই বিটুমিন এবং বিটুমিন পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতার পুরনো রূপে নগর
পরবর্তী নিবন্ধমা ও শিশু স্বাস্থ্যসেবায় জাতীয় পুরস্কার পেল মমতা