তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবল নগরীর নিম্নাঞ্চল

আজাদী অনলাইন | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৯:১৬ অপরাহ্ণ

বর্ষা মৌসুমের ভারী বর্ষণের ধাক্কায় আজ বুধবার (২ আগস্ট) জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। তারপরও তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তির ছাপও ছিল তাদের চোখেমুখে।

পতেঙ্গা আবহাওয়া অফিস বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বলে জানিয়েছেন পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৬১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জসহ নগরীর নিচু এলাকার সড়কগুলোতে হাঁটুপানি উঠেছে জোয়ারের সময়। এসব এলাকার দোকানপাট, বাসাবাড়ি, অফিসের লোকজনের মধ্যে আরও পানি ওঠার আশঙ্কা ছিল সারাদিন।

পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিটে কর্ণফুলী নদীতে ভাটা শুরু হয়, সকাল সাড়ে ৭টায় শুরু হয় জোয়ার। বেলা ১টা ৩ মিনিটে জোয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এবং ভাটা শুরু হয়। রাত আটটার পর আবার জোয়ার শুরু হয়। যদি নদীতে জোয়ার থাকে এবং ওই সময় ভারী বৃষ্টি হয় তাহলে নগরীর বৃষ্টির পানি নামতে না পেরে নিচু এলাকায় পানি উঠে যায়।

পূর্ববর্তী নিবন্ধজোরারগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধঅনেকে ভালো ভালো কথা বলেন কিন্তু কাজের নামে জিরো