জাতির জনক

নবশ্রী চৌধুরী | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

(৩২,৩৩৩)

শান্তিসুখে ঘুমাও তুমি

ঘুমাও টুঙ্গিপাড়ায়,

বীর বাঙালির জনক তুমি

কে তোমাকে হারায়?

তোমার স্বদেশ, তোমার স্বপন

সবই যে ঠিক আছে,

তোমার স্মৃতি চির অক্ষয়

বিশ্ববাসীর কাছে।

কে বলেছে, নেই তুমি নেই

এইতো আছো তুমি,

তোমার কথা করছে স্মরণ

আকাশ, বাতাস, ভূমি।

পূর্ববর্তী নিবন্ধলাফালাফি
পরবর্তী নিবন্ধমায়া নিকেতন