বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বাঁশখালী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯–০ গোলে উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে দক্ষিণ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে পুঁইছড়ি সোলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫–৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজেমী, ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিক। বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান। অনুষ্ঠানে বাঁশখালী উপজেলাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আতিকুল ইসলাম ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দঃ সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সানিয়া আক্তার। সেরা গোলদাতা নির্বাচিত হয় সুমাইয়া ইয়াছমিন।