অনশন স্থগিত, ক্লাসে ফিরছেন শিক্ষকরা

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং আওয়ামী লীগে যুক্ত হওয়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সঙ্গে গতকাল মঙ্গলবার রাতে বৈঠকের পর তারা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন। খবর বিডিনিউজের।

২০ দিন জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালনের পর মঙ্গলবার থেকে অনশন শুরু করেছিলেন এই শিক্ষকরা। তার ২৪ ঘণ্টার মধ্যে তারা কর্মসূচির আপাতত ইতি টানলেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে যে দুটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, সেখানে তাদের অন্তর্ভুক্ত করার দাবি মেনে নেওয়া হয়েছে। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে কত টাকা লাগবে, সেই তথ্য কমিটি প্রধানমন্ত্রীকে জানাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এরপর প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। কাওছার বলেন, এছাড়া সরকারিবেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করার বিষয়েও বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে আমরা কর্মসূচি প্রত্যাহার করছি। আগামী বৃহস্পতিবার থেকে শিক্ষকরা ক্লাসে ফিরবে।

পূর্ববর্তী নিবন্ধচরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহর বরখাস্তের আদেশ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধবিএনপি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে কানাডার আদালতের রায়ের তথ্য মিথ্যা : রিজভী