চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছর মোট ২৬ জনের মৃত্যু হল। গতকাল মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১১৩ জনের। প্রতিবেদনে জানানো হয়, সোমবার আলম–আরা বেগম (৪৫) নামের এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ২৬ জনের মধ্যে শিশু ১৪ জন। নারী ৬ জন এবং পুরুষ ৬ জন। খবর বিডিনিউজের।
চট্টগ্রামে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮৬ জনের। এরমধ্যে জুলাই মাসে শনাক্ত হয়েছে ২ হাজার ৩১১ জন। যা ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ সংখ্যক। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ হাজার ৮৮ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এরমধ্যে সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ৩৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
জুলাই মাসের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই একশ’র বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। এরমধ্যে ২২ জুলাই আগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।
এদিকে দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫৮৪ জন। তাদের মধ্যে ১৪৫৩ জন রোগীই ঢাকার বাইরের। আর ঢাকায় ভর্তি হয়েছেন ১১৩১ জন রোগী। নতুন আক্রান্তদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৬ জনে। মশাবাহিত এই রোগে গত একদিনে সারা দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত মোট ২৬১ জনের মৃত্যু হলো। বাংলাদেশে এর আগে কেবল ২০১৯ এবং ২০২২ সালে এর চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। আর ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।