সংগীতকে অনৈতিক আখ্যা দিয়ে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে জব্দ করা বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালেবান। বিবিসি জানায়, গত শনিবার গিটার, হারমোনিয়াম, তবলা, ড্রামসহ শত শত ডলার মূল্যের বাদ্যযন্ত্র আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। কিছু অ্যামপ্লিফায়ার এবং স্পিকারও পোড়ানো হয়েছে। বেশির ভাগ বাদ্যযন্ত্রই নগরীর বিয়ে অনুষ্ঠানস্থলগুলো থেকে জব্দ করা হয়েছে। অনলাইনে দেখা গেছে সেগুলো পোড়ানোর দৃশ্য। হেরাতের প্রাদেশিক পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান শেখ আজিজ আল রেহমান আল মুহাজির বলেছেন, সঙ্গীত যুবকদেরকে বিপথগামী করে এবং সমাজের ধ্বংস ডেকে আনে। সংগীত নৈতিক স্খলন ঘটায় বলেও তিনি উল্লেখ করেন। খবর বিডিনিউজের।
২০২১ সালের অগাস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই তালেবান নানা বিধিনিষেধ জারি করে আসছে। প্রকাশ্যে গানবাজনার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। আফগানিস্তানের ন্যাশনাল ইন্সটিটিউট অব মিউজিক এর প্রতিষ্ঠাতা আহমেদ সারমাস্ত বিবিসি–কে বলেন, আফগানিস্তানের মানুষকে শিল্পকলা চর্চার স্বাধীনতা দেওয়া হচ্ছে না হেরাতে বাদ্যযন্ত্র পোড়ানোর ঘটনা তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানে সংস্কৃতির টুটি চেপে ধরার একটি ছোট্ট উদাহরণ।












