চক্রশালা মাতাঙ্গিনী ও সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

পটিয়ায় বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পটিয়া উপজেলার দুইটি ফাইনাল গতকাল সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের বালক বিভাগে সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে চক্রশালা মাতাঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগের ফাইনালে সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১ গোলে চক্রশালা মাতাঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের চক্রশালা মাতাঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩২ গোলে পশ্চিম রশিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দু দলই খেলবে জেলা পর্যায়ে। বঙ্গমাতার ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের পিংকি দে। বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের মো. তোফায়েল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্টের সভাপতি ইউএনও আতিকুল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আ’লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, প্যানেল মেয়র রূপক কুমার সেন, কামাল উদ্দিন বেলাল, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. হারুনুর রশিদ, মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধছমদিয়া এবং বরুমচড়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধমাহমুদউল্লাহ-সৌম্যসহ ৩২ ক্রিকেটার নিয়ে শুরু এশিয়া কাপের প্রস্তুতি