ভারতের কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত ২৯–৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে ৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা। ভারতের কারাতে সংগঠন অল ইন্ডিয়া সেইশিনকাই সিতোরিও কারাতে–দো ফেডারেশনের ২ দিনব্যাপি এবার অংশ নেয় ভারত,ইরান, মালয়েশিয়া, সৌদি আরব, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভূটান। এতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেয় চট্টগ্রামের ফ্রেন্ডস ক্লাবের ৫ সদস্যের কারাতে দল। প্রতিযোগীরা হলেন অগ্নিলা বড়ুয়া, নওশীন নাওয়ার, অনিরুদ্ধ দাশ অদ্র, মো. আতিফুর রহমান ও রাজদ্বীপ সরকার। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে নওশীন নাওয়ার একক কাতায় স্বর্ণ ও কুমিতে তাম্রপদক, রাজদ্বীপ সরকার কুমিতে স্বর্ণ ও একক কাতায় তাম্রপদক, অগ্নিলা বড়ুয়া একক কাতায় রৌপ্য ও কুমিতে তাম্রপদক, অনিরুদ্ধ দাশ অদ্র একক কাতা ও কুমিতে উভয় বিভাগে তাম্রপদক এবং মো. আতিফুর রহমান একক কাতা ও কুমিতে উভয় বিভাগে তাম্রপদক অর্জন করে। তারা মোট ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৭টি তাম্রপদক অর্জন করেন। এছাড়াও এ প্রতিযোগিতায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের হয়ে বিচারকের দায়িত্বে ছিলেন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার ও সিনিয়র প্রশিক্ষক সেন্সি তীর্থ তালুকদার।












