সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন,দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারে, সমাজকে আলোকিত করতে পারে। গতকাল সোমবার উপজেলার আকুবদণ্ডী হাওলা কুতুবিয়া সিনিয়র (আলিম)মাদ্রারাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে ও মাদ্রাসা অধ্যক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম উদ্দীন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য এসএম মোদ্দাচ্ছের, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী বাপ্পী, এস.এম ইয়াছির, মামুন সওদাগর, ইউপি সদস্য মামুন উদ্দীন প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনটি নির্মাণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।