বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বোয়ালখালী উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও গণসংবর্ধনা অনুষ্ঠিত গত রোববার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সদস্য প্রকৌশলী রাশেদুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র সহ–সভাপতি সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দীন মো. এমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, দক্ষিণজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আবু নাঈম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ শহিদুল আলম, সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের সহ–সভাপতি সৈয়দ মোরশেদ উল্লাহ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন, ওয়াসিম মুরাদ, আতিকুর রহমান, গিয়াস উদ্দিন সুমন, প্রলয় চৌধুরী মুক্তি, আরমান উদ্দিন, বেলাল এ হাবিব, নুরুল কবির, শোয়াইব হাজারী, মো. আলমগীর, সুজায়েত আলী সুজন, আবু তৈয়ব, মঈন উদ্দিন, আবু জোবায়ের রিয়াজ, সৈয়দ আরমান, আহনাফ আমির, শাহরিয়ার জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা। আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যৎ। তাই শিশু কিশোরদের বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।