সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : খসরু

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলন চলছে, চলবে। শেখ হাসিনার সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবস্থান কর্মসূচিতে হামলামামলাগ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তরদক্ষিণ বিএনপি।

খসরু বলেন, বাংলাদেশের নেতৃত্ব কে দেবে সেটি বিচার বিভাগের সিদ্ধান্ত নয়। বাংলাদেশের নেতৃত্ব কে দেবে সেটি কোনো সরকারি কর্মকর্তার সিদ্ধান্ত নয়। বাংলাদেশের নেতৃত্ব কে দেবে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্ত নয়। বাংলাদেশের নেতৃত্ব কে দেবে তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

তিনি বলেন, বাংলাদেশের নেতৃত্ব কে দেবে ২৮ তারিখের মহাসমাবেশে লাখ লাখ জনগণ তার বার্তা দিয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। যতদিন বাংলাদেশ এই ফ্যাসিস্ট সরকারের অধীন থেকে মুক্ত না হবে ততদিন আন্দোলন চলবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২৯ তারিখে যারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে, এই আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলা, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা আর চলতে দেওয়া হবে না। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যাদের এখনও বুঝতে অসুবিধা হচ্ছে তাদের প্রতি বার্তা দিচ্ছি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও ভোটাধিকার আদায়ের জন্য যারা রাস্তায় নেমেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। দেশের ভেতরেও বিপদে পড়বেন, দেশের বাইরেও বিপদে পড়বেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ওপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত : কাদের
পরবর্তী নিবন্ধবৃষ্টি বাড়বে, কমবে তাপমাত্রা