উ. কোরিয়ার ‘পাগলা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

ইউক্রেনের গোলন্দাজ বাহিনী রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি রকেট ব্যবহার করছে। অর্থাৎ পিয়ংইয়ংয়ের অস্ত্রশস্ত্র তার মিত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। উত্তর কোরিয়ার এসব অস্ত্র ইউক্রেন আগে ব্যবহার করেছে বলে জানা যায়নি। এমন খবর দিচ্ছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমস। বিধ্বস্ত শহর বাখমুতের কাছে ইউক্রেনের সৈন্যরা পত্রিকার সাংবাদিককে সোভিয়েত সময়ের তৈরি গ্রাড মাল্টিপললঞ্চ রকেট সিস্টেম দেখিয়েছে। ইউক্রেনের অস্ত্রের এই নতুন উৎস দেখিয়ে দিচ্ছে, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় এই সংঘাতে সোভিয়েত সময়ের অস্ত্র থেকে অত্যাধুনিক নির্ভুল অস্ত্রের সবই ব্যবহৃত হচ্ছে। খবর বাংলানিউজের। রুসলান নামে ইউক্রেনীয় আর্টিলারি কমান্ডার বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র তার সৈন্যদের অবশ্য পছন্দ নয়, কারণ, এসব অস্ত্রের ব্যর্থতার হার বেশি। মিসফায়ার এবং বিস্ফোরণ না ঘটার কারণেও এটি অনেকের কাছে পরিচিত। চিহ্ন দেখে মনে হয়, এসব অস্ত্রের বেশির ভাগই ১৯৮০ কিংবা ১৯৯০ দশকের দিকে তৈরি। ইউক্রেনের গ্রাড ইউনিটের এক সদস্য উত্তর কোরিয়ার রকেট ছোড়ার সময় ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিককে রকেট লঞ্চারের খুব কাছে আসতে নিষেধ করেন। কারণ হিসেবে তিনি বলেন, এসব রকেট নির্ভরযোগ্য নয় এবং কখনো কখনো পাগলের মতো আচরণ করে। গেটি ইমেজেস ও রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবাটির্র সাংবাদিকরা গত জুন মাসের শেষের দিকে এবং চলতি মাসের শুরুতে দক্ষিণ জাপোরিঝিয়ায় ইউক্রেনের গোলন্দাজ বাহিনীকে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করতে দেখেছিলেন। কিন্তু তখন সেগুলো উত্তর কোরিয়ায় তৈরি বলে শনাক্ত করা যায়নি। ইউক্রেনের সৈন্যরা বলছে, এসব রকেট তাদের এক বন্ধু দেশ একটি জাহাজ থেকে জব্দ করেছিল।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি, না বাড়ি?
পরবর্তী নিবন্ধমস্কোয় ড্রোন হামলা বন্ধ বিমান চলাচল