পাহাড়তলী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় পটিয়া উপ কেন্দ্রের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সুবিধা বঞ্চিত জনগণের দ্বারপ্রান্তে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে চট্টগ্রাম পাহাড়তলীর চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় পটিয়া পৌরসভায় ‘পটিয়া উপ কেন্দ্র ’ নামে আরো একটি ভিশন সেন্টারের যাত্রা শুরু হয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে পটিয়া পৌরসভার নতুন থানার হাটস্থ প্রীতিলতা সড়কের মাল্টিপারপাস কিচেন মার্কেটের ৩য় তলায় ভিশন সেন্টারটির স্বাস্থ্যসেবা শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল। তিনি ভিশন সেন্টারটি শুরুর ফলে দক্ষিণ চট্টগ্রামের চক্ষু চিকিৎসা সেবার দ্বার উন্মোচন হয়েছে উল্লেখ করে বলেন, দক্ষিণ চট্টগ্রামের চক্ষু চিকিৎসাবঞ্চিত জনগোষ্ঠি এই উপকেন্দ্র থেকে চক্ষু চিকিৎসা সেবা নিতে পারবেন। এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। এছাড়া আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কেন্দ্রটিতে নানাবিধ সেবামূলক কর্মকান্ড চালু থাকবে। বক্তব্য রাখেন আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠি এখনো চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল একের পর এক সেবামূখী প্রকল্প হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সেবা পাওয়ার মনোভাব নিয়ে এতদঅঞ্চলে এই ভিশন সেন্টার চালু হয়েছে। জনগনের দৌড়গড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে মিরসরাই, ফেনী, কঙবাজারের ঈদগাঁ এবং পটিয়াসহ কয়েকটিস্থানে ভিশন সেন্টার চালু করেছি। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৩৫ ভাগ হল শিশু। তাদের জন্য স্পেশাল কোন ব্যবস্থা নেই। তাই এই উপকেন্দ্রে সেবার পাশাপাশি আরো একটা সেবা চালু থাকবে। সেটা হচ্ছে শিশুদের চক্ষু চিকিৎসা। যত ভিশন সেন্টার করেছি পটিয়ায় এটা সবচেয়ে উন্নতমানের।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানীর উপস্থাপনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ আহমেদ আল কাদেরী। বক্তব্য রাখেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনানথ এন রাও, চক্ষু হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. রাজীব হোসেন, রোটারী ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের চার্টার প্রেসিডেন্ট মো. রিজোয়ান শাহিদী, চট্টগ্রাম চারু কারু কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলীম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সফিউল আলম, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুরস্কার পেল হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
পরবর্তী নিবন্ধযুবলীগ নেতা গোলাম নুর টুকুর নামে রাস্তার নামকরণ