রাজধানীতে বিএনপির চট্টগ্রামের নেতাকর্মীদেরদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দলটির সিনিয়র নেতারা। গতকাল নগর ও দক্ষিণ জেলা বিএনপির পৃথক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে নেতৃবৃন্দ প্রশাসনকে নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। একইসঙ্গে গ্রেপ্তারকৃত বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান।
বিবৃতিদাতারা হচ্ছেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
আজ সমাবেশ : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরে আজ সমাবেশ করবে বিএনপি। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মদ সড়কে বিকেল ৩টায় এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিষয়টি গতকাল সিএমপি’র নগর বিশেষ শাখায় চিঠি দিয়ে অবহিতও করা হয়। ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশটি আয়োজন করা হবে। বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত আজাদীকে বলেন, আমরা পার্টি অফিসের সামনে সমাবেশ করব। উত্তর ও দক্ষিণ জেলাও পৃথকভাবে করবে।