বিএনপির তহবিল ফের চাঙ্গা

ইসির চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান রিজভীর

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

টানা তিন বছর টানাটানির পর ফের চাঙ্গা হয়ে হয়ে উঠেছে বিএনপির আয়ের খাতা। ২০২২ পঞ্জিকা বছরে প্রায় ৬ কোটি টাকা আয় দেখিয়েছে দলটি। নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির আয়ব্যয়ের হিসাব বলছে, গত বছর দলটি পৌনে চার কোটি টাকার বেশি খরচ করেছে। সব মিলিয়ে এখন ২ কোটি টাকার বেশি স্থিতি রয়েছে তাদের আর্থিক হিসাবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের কাছে দলের বার্ষিক আয়ব্যয়ের হিসাব জমা দেন। নির্বাচন কমিশনে নিবন্ধনের শর্ত অনুযায়ী দলগুলোকে তাদের বার্ষিক লেনদেনের হিসাব ইসিতে জমা দিতে হয়। সেই প্রতিবেদনে দশম সংসদ নির্বাচনের আগের তিন পঞ্জিকা বছরে আয়ের থেকে ব্যয় বেশি দেখিয়েছিল বিএনপি। খবর বিডিনিউজের।

ইসিতে দলের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। তিনি জানান, জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট থেকে এ আয় হয়েছে। আর অফিসের বিভিন্ন খরচ, পোস্টারলিফলেট ছাপানো, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বন্যার্তদের ত্রাণ বিতরণ, নেতাকর্মীদের পরিবারের আর্থিক সহায়তা, ইফতার মাহফিল ও বিবিধ খাতে ব্যয় হয়েছে। ইসির চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান রিজভী : এদিকে বাংলানিউজ জানায়, নির্বাচন কমিশনের (ইসি) চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির আয়ব্যয়ের হিসাব জমা দিতে গেলে ইসি সচিব বিএনপি নেতাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন আইডিয়া নিয়ে তরুণদের ব্যবসায় আসতে হবে
পরবর্তী নিবন্ধআটক ৭০০, জড়িত না থাকলে থানা থেকেই মুক্তি : স্বরাষ্ট্রমন্ত্রী