মহাসড়কের পাশে যুবকের হাত বাঁধা লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, নিহত যুবকের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তাঁর দুই হাত পিছমোড়া করে বাঁধা। পরিচয় শনাক্তের জন্য লাশের আঙুলের ছাপ নিতে পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই যুবককে হত্যা করে মহাসড়কের পাশে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধওষুধের দাম এক মাসে বেড়েছে ৩০ শতাংশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব