চকরিয়ায় ডাকাত সর্দার শাহাব উদ্দিন বিপুল অস্ত্রসহ গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ জুলাই, ২০২৩ at ১০:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনসহ উপকূলের ত্রাস, পুলিশ আক্রান্তসহ বহু মামলার পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত সর্দার শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দেশে তৈরি দু’টি আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রশস্ত্র।

আজ রবিবার (৩০ জুলাই) রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ধর্ষ এই ডাকাত সর্দারকে গ্রেফতার করতে একাধিক সোর্স নিয়োগ করা হয় এলাকায়। সেই সোর্সের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে অস্ত্র-গুলি ও ধারালো অস্ত্রশস্ত্রসহ পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এদিকে, ডাকাত শাহাব উদ্দিনের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ গ্রেফতারের খবরে পুরো চিংড়ি জোনের ঘের মালিক, আতঙ্কিত উপকূলীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গ্রেফতার শাহাব উদ্দিন উপকূলীয় বদরখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ভাদাউম্মা পাড়ার আবদুল করিমের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার জানান, থানার ওসি জাবেদ মাহমুদের নেতৃত্বে ডাকাত সর্দার শাহাব উদ্দিনকে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার শাহাব উদ্দিনের বিরুদ্ধে অসংখ্য ডাকাতি, পুলিশের ওপর হামলা, মারামারিসহ এক ডজন মামলা রয়েছে।

ডাকাত সর্দার শাহাব উদ্দিন আপন বোনের শিশু কন্যাকেও গুলি করতে দ্বিধাবোধ করেনি জানিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজ রাতে দৈনিক আজাদীকে বলেন, “সেই দুর্ধর্ষ ডাকাত সর্দারকে দু’টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সমর্থ হই।”

ওসি জানান, গ্রেফতার শাহাব উদ্দিনের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে এবং ভাগ্নিকে গুলি করে হত্যাচেষ্টা মামলা রুজু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামের প্রসারে শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে
পরবর্তী নিবন্ধজামানত বাতিল হবে ৫ প্রার্থীর