চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনের ভোট কেন্দ্রসমূহে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অনুকূলে নিযুক্ত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মধ্যদিয়ে ক্ষমতাসীন হওয়া বা ক্ষমতা পরিবর্তনের মাধ্যম নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ পদ্ধতি ও কার্যক্রমসমূহ সম্পর্কে আমাদের নেতাকর্মীদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। মনে রাখতে হবে একটি মহল গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ঠুনকো অজুহাত ও অযৌক্তিক প্রশ্ন দাঁড় করিয়ে নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোন সুযোগ দেয়া যাবে না। তিনি গতকাল শুক্রবার নিগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচনের ভোট কেন্দ্রসমূহে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অনুকূলে নিযুক্ত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এই নির্বাচনে জয়–পরাজয় যা–ই হোক না কেন প্রমাণ করতে হবে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতিতে নির্বাচন বর্তমান সরকারের অধীনে শান্তিপূর্ণভাবে নিয়ম–শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।












