সমাবেশে যোগ দিতে ঢাকা এসে বিএনপি নেতার মৃত্যু

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসে নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তার সহযোগীরা মনে করছেন। মাহমুদুর রহমান নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। নারায়ণগঞ্জের খানপুর রোডে তার বাসা, বাবার নাম নুরুল ইসলাম। খবর বিডিনিউজের।

তার বন্ধু আক্তার হোসেন বলেন, মাহমুদুরসহ তারা কয়েকজন বিএনপির সমাবেশে যোগ দিতে শুক্রবার নারায়ণগঞ্জ থেকে আসেন। দৈনিক বাংলার মোড় এলাকায় তারা অবস্থান করছিলেন। সেখানে বিআরটিসি ভবনের কাছে মাহমুদুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বেলা ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদুর আগে থেকে হৃদরোগে ভুগছিলেন বলেও জানান তার বন্ধু আক্তার হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মাহমুদুরের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার সাথে থাকা লোকজন বলেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিবন্ধন খাতায় লেখা হয়েছে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার রোগ বা মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
পরবর্তী নিবন্ধশান্তি সমাবেশ শেষে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১