ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় জনমনে উদ্বেগের মধ্যে ঢাকা মহানগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, আজ শনিবার কোনো দলকেই তারা মাঠে নামার অনুমতি দেবে না। ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল শুক্রবার রাতে বলেন, তাদের কাছে আজ শনিবার কর্মসূচি পালনের জন্য দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে। কিন্তু তারা কাউকেই সায় দেননি। কাউকে কর্মসূচি পালনের কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ কর্মসূচি পালন করলে আইনানুগ ব্যবস্থা যা নেওয়ার, তাই করা হবে। খবর বিডিনিউজের।
সরকার হটানোর এক দফা আন্দোলনে থাকা বিএনপি বিকালে নয়া পল্টনে মহাসেমাবেশ করে ঘোষণা দেয়, শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখগুলোতে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি দেয়।
এর পাল্টায় ঢাকার প্রবশমুখগুলোতে শনিবার শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। আটটি স্থানে আজ শনিবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানানো হয়। ডিএমপি কমিশনার বলেন, দুই দলের কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়বে এবং সহিংসতার মত ঘটনা ঘটতে পারে। বিষয়টি বিবেচনা করে কাউকে অনুমোদন দেননি তারা। এ ধরনের কর্মসূচিতে ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, অনুমোদন না দেওয়ার পেছনে এ বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে। রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে বলা হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সকল প্রবশমুখে সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিকট হতে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।