অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল!

| শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথমার্ধে হতে পারে বলে এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, আমরা রোডম্যাপে বলে দিয়েছি নির্বাচন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। এক্ষেত্রে অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব হবে না। তফসিল ঘোষণার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। এটা কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে সময় হলেই তফসিল দেওয়া হবে। খবর বাংলানিউজের।

সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদের মেয়াদ প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। একাদশ সংসদের প্রথম সভা হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। এই হিসাবে বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী মেয়াদপূর্তির কারণে সাধারণ নির্বাচন করতে হবে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে। এই হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১ নভেম্বর। সময় গণনা শুরুর আগে তফসিল দেওয়া যাবে কি না, তা নিয়ে আইনে কোনো বাধা নিষেধ নেই। সমপ্রতি অনুষ্ঠিত চার সিটি নির্বাচনে প্রথা ভেঙে সময় গণনা শুরুর আগেই তফসিল দিয়েছিল ইসি। আর এমন সিদ্ধান্তে গেলে অক্টোবরেই তফসিল ঘোষণা দিতে পারে সংস্থাটি। অন্যথায় নভেম্বরে তফসিল হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেন থেকে স্ত্রীকে ফেলে দেওয়ার চেষ্টা, হাত বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার