জেমিসন রেড ক্রিসেন্ট মার্তৃসদন হাসপাতালে মাহবুব–নাহার ওয়েল ফেয়ার ট্রাস্টের অর্থায়নে মাহবুব–নাহার এনআইসিও বিভাগের উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এনআইসিও বিভাগের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান এ এম মাহবুব চৌধুরী। পরে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সভা ইউনিটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান। উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস–চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, কার্যকরী পর্ষদ সদস্য সুগ্রীব কুমার মজুমদার (দোলন), ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ডা. আইরিন সুলতানা, মো. আবদুল মোনাফ, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মো. দিদারুল আলম, আবদুল মান্নান, ডা. রোজী দত্ত, আশরাফদৌল্লা সুজন। সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, হাসপাতাল এবং জেলা ইউনিটের উন্নয়নে যেসব পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এতে করে আমাদের হারানো গৌরব অচিরেই ফিরে আসবে। জেলা পরিষদ হতে প্রাপ্ত অনুদানের মাধ্যমে পরিচালিত প্রজেক্ট বিষয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন দাপ্তরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্বোধনকৃত এনআইসিওতে ট্রাস্টের সহযোগিতায় যুগোপযোগী উপকরণ সংযুক্ত করে স্বল্প খরচে সেবা নিশ্চিত করা হবে। তিনি ইউনিট ও হাসপতালের পক্ষ থেকে মাহবুব–নাহার ওয়েলফেয়ারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি ।












