শব্দনোঙরের বর্ষা উৎসব

| শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন শব্দনোঙর গতকাল বৃহস্পতিবার বর্ষা উৎসবের আয়োজন করে। শিল্পী সাবিহা আক্তার ও বৃষ্টি পুরোহিতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, শব্দনোঙর উচ্চারণ স্কুলের পরিচালক আবৃত্তিশিল্পী দিলরুবা খানম। শব্দনোঙর বর্ষা উৎসবে প্রথম পর্বে ছিল কথামালা। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও সংগঠনের সভাপতি আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেনকবি ও সাংবাদিক ওমর কায়সার, কল্লোল সংঘের সভাপতি শেখ নওশেদ সারোয়ার পিল্টু, নাট্য ব্যক্তিত্ব এস এ রহিম। স্বরচিতা কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবি বিজন মজুমদার, মাহবুবা চৌধুরী, সুপ্রতিম বড়ুয়া, আখতারী ইসলাম, রুনা তাসমিনা, ববি বড়ুয়া, সুবর্ণা দাস মুনমুন। একক সংগীত পরিবেশন করেনঅনামিকা তালুকদার, ইকবাল পিন্টু, শিমলি দাস, লুপর্না মুৎসুদ্দি লোপা, সোনিয়া হায়দার মুন্নী, শম্পা বড়ুয়া। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সমুদ্র টিটো, তানিয়া নাসরিন, মেজবাহ চৌধুরী, তৃষিতা চৌধুরী, সুজয় দে, লাবণ্য মুৎসুদ্দি, শান্তা সেনগুপ্তা, জয়া প্রযুক্তা, মুনতাহা তাসনুর। একক ও দলীয় নৃত্য পরিবেশন করে রাবেয়া জামান এঞ্জেলা ও সুরাঙ্গন বিদ্যাপীঠের নৃত্যশিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন হিল্লোল দাশ সুমন। শব্দনোঙরের আবৃত্তিশিল্পীরা একক, দ্বৈত ও সম্মেলক আবৃত্তি পরিবেশন করে। মহিউদ্দিন বুলবুল, করবী চৌধুরী, সঞ্জয ধর, নাসরিন হীরা, জুলকার নাইন সাদমান, সায়েম উদ্দিন, ফারজানা আফরোজ জ্যোতি, পুষ্পিতা ভট্টাচার্য, জয়শ্রী পূর্ণিমা, গোলাম সাদেক, হান্নান পাটোয়ারী, মুনিয়া আক্তার, হাসীন, সাবিহা, বৃষ্টি। সার্বিক সহযোগিতায় ছিলেন মো.আলী আকবর। যন্ত্রানুষঙ্গে ছিলেন পঙ্কজ, সূচয়ন, কুশলব, রিপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবার গানচিত্রে সজল-কনার রসায়ন
পরবর্তী নিবন্ধঅপু ও জয়কে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা