সেই ইরানি দাবাড়ু পেলেন স্পেনের নাগরিকত্ব

| শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

হিজাব না পরেই বিদেশে দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইরানের নারী দাবাড়ু সারা খাদেম। কুর্দি ইরানি ২৬ বছর বয়সী এই দাবাড়ুর পুরো নাম সারাসাদাত খাদেমালশারিয়েহ। তিনি গত বছর ডিসেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত এফআইডিই ওয়ার্ল্ড র‌্যাপিড এবং ব্লিৎজ চেজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সময় মাথায় হিজাব পরেননি। যে কারণে তার বিরুদ্ধে দেশে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। খবর বিডিনিউজের।

ইরানে নারীদের জন্য মাথায় হিজাব পরা বাধ্যতামূলক। এমনকি দেশটির নারী ক্রীড়াবিদদেরও হিজাব মাথায় রেখেই খেলাধূলায় অংশ নিতে হয়। গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝিতে মাথায় ঠিকমত হিজাব না পরার কারণে ভাইয়ের সঙ্গে তেহরান যাওয়া কুর্দি তরুণী মাশা আমিনিকে আটক করে দেশটির নীতি পুলিশ। তিন দিন কোমায় থাকার পর পুলিশি হেফাজতে ২২ বছরের মাশার মৃত্যু হয়। তার পরিবার থেকে দাবি করা হয়, গ্রেপ্তারের সময় পুলিশ মাশার মাথায় আঘাত করেছিল। যে কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। তার জ্ঞান আর ফেরেনি।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার আহ্বান ইউনেস্কোর
পরবর্তী নিবন্ধকারাবন্দি সু চি এখন গৃহবন্দি