দুই টেস্টের সিরিজে স্বাগতিক শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। তরুণ স্পিনার নোমান আলির ক্যারিয়ার সেরা বোলিং এ লঙ্কানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নিল পাকিস্তান। কলম্বো টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারায় বাবর আজমের দল। লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেটি ছিল ইনিংস ও ১৭৫ রানের জয়। টেস্টে ঘরের মাঠে শ্রীলঙ্কার এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট হয়েছিল লংকানরা। জবাবে পাকিস্তান ৫ উইকেটে ৫৭৬ রান করে প্রথম ইনিংস ঘোষনা করে। ওপেনার আবদুল্লাহ শফিক করেন ডাবল সেঞ্চুরি। ৪১০ রানে পিছিয়ে থাকা শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অল আউট হয় ১৮৮ রানে। র লিড নিয়ে প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংসে তারা গুঁড়িয়ে দিল ১৮৮ রানে। শ্রীলংকার পক্ষে ৬৩ রান করে অপরাজিত ছিলেন এঞ্জেলো ম্যাথিউস। এছাড়া মাদুশকা ৩৩ এবং করুনারত্নে করেন ৪১ রান। পাকিস্তানের এই জয়ে বড় অবদান রাখা নোমান দ্বিতীয় ইনিংসে ৭০ রানে নেন ৭ উইকেট। টেস্টে তার আগের সেরা বোলিং ছিল ১০৭ রানে ৬ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন নাসিম শাহ। ২০১ রানের ইনিংস খেলা শফিকের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। গল টেস্টে ৮৩ রানের পর এবার অপরাজিত ১৩২ রান করা সালমান হন সিরিজ সেরা। প্রথম টেস্টে ৪ উইকেটে জেতায় পাকিস্তান দুই ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল। শ্রীলঙ্কার মাটিতে ১৯৯৪ সালের পর স্বাগতিকদের বিপক্ষে আবার এই স্বাদ পেল পাকিস্তান।