২০২৪ টি-২০ বিশ্বকাপের মূল পর্বে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

পুরুষদের ২০২৪ টিটোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। গতকাল বৃহস্পতিবার এডিনবার্গে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে জার্মানির বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাবার পরেই নিশ্চিত হয় আয়ারল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণ।

অন্যদিকে ঘরের মাঠে ডেনমার্ককে ৩৩ রানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ফলে শুক্রবার আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিণত হয়েছে আনুষ্ঠানিকতায়। ২০২৪ টিটোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। ২০ দলের টুর্নামেন্ট হবে এটি। পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই উঠবে সুপার৮ পর্বে। সুপারএ চারটি দল করে দুটি গ্রুপ হবে। প্রতি দল থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল। আঞ্চলিক বাছাইপর্বের আগে আগামী টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ১২টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২২ বিশ্বকাপের সেরা আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং স্কটল্যান্ড মূলপর্বে নাম লিখিয়েছে। টিটোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে থাকার সুবাদে আফগানিস্তান এবং বাংলাদেশও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ ৩য় রাউন্ডের ১৬ খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসুপার ফোর পর্বে জয় দিয়ে শুরু কেএম স্পোর্টিং ক্লাবের