কক্সবাজারের টেকনাফে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে এক জেলের বড়শিতে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহ পরীর দ্বীপের নাফ নদীর পাড়ে জেটিতে জেলে আবদুল আমিনের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি এটি মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম কাছে বিক্রি করেন। খবর বিডিনিউজের।
আবদুল আমিন বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। তাই শাহ পরীর দ্বীপ জেটিতে বসে নাফ নদীতে সকালে বড়শি ফেলেন তিনি। প্রায় এক ঘণ্টা পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন। এছাড়াও ৬৫ দিন মাছ ধরা বন্ধ ছিল। অনেক দিন পরে নাফ নদীতে বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ল। পরে মাছটি টেকনাফ নিয়ে ২৬ হাজার টাকায় বিক্রি করেছি। এ বিষয়ে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম জানান, টেকনাফ পৌরসভার বাস স্টেশনের মাছ বাজারে নিয়ে মাছটি প্রতি কেজি ১২০০ টাকা দামে বিক্রি করার জন্য দাম দিয়েছিলেন তিনি। পরে এটি কেটে প্রতি কেজি ১১৫০ টাকা দামে ২৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে স্থানীয়রা জেটিতে ভিড় করেন। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। নাফ নদীর কোরাল মাছ খুবই সুস্বাদু। কোরাল মাছ সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়। নাফ নদীতে কখনও কখনও এর চেয়ে বেশি ওজনেরও মাছ পাওয়া যায়।