আগস্টে ছেলের হাতে দায়িত্ব ছাড়বেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসকদের একজন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আগামী মাসের শুরুতেই তিনি পদত্যাগ করে ছেলের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সাবেক খেমার রুজ গেরিলা হুন সেনের বয়স এখন ৭০। গত ৩৮ বছর ধরে তিনি কম্বোডিয়া শাসন করছেন। দীর্ঘ এই সময়ে তিনি দেশের বিরোধীদল এবং বিরোধী মতকে এত কঠোর হাতে দমন করেছেন যে সেখানে বিরোধী দল বলতে আসলে কোনো কিছুর অস্তিত্ব নেই। যে কারণে গত রোববারের জাতীয় নির্বাচনে তার দল ‘একতরফা’ জয়ই পেয়েছে। বিবিসি জানায়, দেশটির পার্লামেন্টর ১২৫ আসনের সবগুলোতেই জিতেছে হুন সেনের দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। খবর বিডিনিউজের।

নিজে দীর্ঘ সময় দেশ শাসন করার পর গত কয়েক বছর ধরে হুন সেন তার বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তরের মঞ্চ প্রস্তুত করছিলেন। এবারের জাতীয় নির্বাচনের আগে তিনি ঘোষণাও দেন, তার দল ভোটে জিতলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে ছেলেকে স্থলাভিষিক্ত করবেন। যে কারণে দেশটির বিরোধী নেতারা এবারের নির্বাচনকে বরং হুন মানেটের রাজ্যাভিষেক বলেছেন। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ এক ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে হুন সেন বলেন, আগামী ১০ আগস্ট তার ছেলে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এখনও প্রধানমন্ত্রীর পদ ধরে রাখলে অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে কারণ দেখিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। তবে তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করে যাবেন। যা তাকে এখনও একচ্ছত্র ক্ষমতার অধিকারী করে রাখবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ৪৫ বছরের হুন মানেট শুরু থেকেই এবারের জাতীয় নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধআগামী মাসে থাইল্যান্ডে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন : কন্যা
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে ব্যাপক দাবানল, ৪৩ মৃত্যু