শোকের মাসে অনন্য উদ্যোগ ‘জ্যোর্তিময় বঙ্গবন্ধু’

গৌতম কানুনগো | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাঙালির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতির অহংকার। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাত্রির কথা প্রতিটি বাঙালির হৃদয়কে মর্মাহত করে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আগামী ১লা আগস্ট থেকে ১৫ই আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত ১৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার, কবিতাপাঠ ও বইমেলা। সম্ভবত বাংলাদেশে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় আয়োজন একমাত্র চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিনের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সেমিনার, আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি এবং বইমেলার আয়োজন করা হয়েছে। ১ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর নীতিআদর্শ ও নিদের্শনা, মূল প্রবন্ধমুহাম্মদ শামসূল হক; সভাপতি: প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী; আলোচক: ওমর কায়সার, হাফিজ রশিদ খান, মোহাম্মদ জহির; সূচনা বক্তব্য: রাশেদ রউফ। ২ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধু রাষ্ট্রচিন্তামূল প্রবন্ধঅধ্যাপক কানাই দাশ; সভাপতি: অধ্যাপক ফাউজুল কবির; আলোচক: কমলেশ দাশগুপ্ত, কামরুল হাসান বাদল, অধ্যাপক মুহাম্মদ ইসহাক; সূচনা বক্তব্য: জাহাঙ্গীর মিঞা। ৩ আগস্ট সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা, মূল প্রবন্ধ. শ্যামল কান্তি দত্ত; সভাপতি: মুহাম্মদ মুজিবুর রহমান; আলোচক: প্রফেসর মোজাম্মেল হক, . শামসুদ্দিন শিশির, অধ্যাপক বিচিত্রা সেন; সূচনা বক্তব্য: অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। ৪ আগস্ট: সেমিনারের বিষয়: ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর ভাষাচিন্তা মূল প্রবন্ধ: রিজোয়ান মাহমুদ; সভাপতি: প্রফেসর ড. মহীবুল আজিজ; আলোচক: প্রফেসর ড. জিললুর রহমান, . আহমেদ মাওলা; সূচনা বক্তব্য: বিপুল বড়ুয়া। ৫ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধু পররাষ্ট্রচিন্তা; মূল প্রবন্ধ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম ও অধ্যাপক রন্টু দাশ, সভাপতি: প্রফেসর ড. মো. সেকান্দার চৌধুরী; আলোচক: প্রফেসর মুজিব রাহমান, . মোহাম্মদ শেখ সাদী, অধ্যাপক আলমগীর মোহাম্মদ; সূচনা বক্তব্য: এস এম আবদুল আজিজ। ৬ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর চলচ্চিত্রচিন্তা, মূল প্রবন্ধ. মো. মোরশেদুল আলম, সভাপতি: অধ্যাপক সনজীব বড়ুয়া; আলোচক: আনোয়ার হোসেন পিন্টু, সাইফুল আলম বাবু; সূচনা বক্তব্য: কাসেম আলী রানা। ৭ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর রবীন্দ্রপ্রেমমূল প্রবন্ধপ্রফেসর ড. উদিতি দাশ সোমা; সভাপতি: প্রফেসর রীতা দত্ত; আলোচক: অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, শাহ আলম নিপু; সূচনা বক্তব্য: অধ্যাপক গোফরান উদ্দীন টিটু। ৮ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতার ভূমিকামূল প্রবন্ধপ্রফেসর ড. সেলিনা আখতার; সভাপতি: অধ্যক্ষ ড. আনোয়ারা আলম; আলোচক: প্রফেসর অঞ্জন নন্দী, খনরঞ্জন রায়, সৈয়দা রিফাত আকতার নিশু; সূচনা বক্তব্য: মো. মাজহারুল হক। ৯ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর নজরুলপ্রীতি, মূল প্রবন্ধঅধ্যক্ষ ছন্দা চক্রবর্তী; সভাপতি: প্রফেসর ড. মোহীতউল আলম; আলোচক: প্রফেসর ড. আনোয়ার সাঈদ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপক পিংকু দাশ; সূচনা বক্তব্য: অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া। ১০ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর অর্থনীতি ভাবনা, মূল প্রবন্ধঅধ্যাপক ববি বড়ুয়া; সভাপতি: অধ্যাপক অভীক ওসমান; আলোচক: প্রফেসর ড. নারায়ন বৈদ্য, প্রফেসর সালমা রহমান, অ্যাড. শঙ্কর প্রসাদ দে; সূচনা বক্তব্য: শিশুসাহিত্যিক ও সাংবাদিক ইসমাইল জসীম। ১১ আগস্ট: সেমিনারের বিষয়: তারুণ্যের রোলমডেল বঙ্গবন্ধু; মূল প্রবন্ধকুমার প্রীতীশ বল; সভাপতি: . মনজুরউলআমিন চৌধুরী; আলোচক: অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, শুকলাল দাশ; সূচনা বক্তব্য: মুহাম্মদ মহসীন চৌধুরী। ১২ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর বিজ্ঞানচিন্তামূল প্রবন্ধ: প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব; সভাপতি: প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া; আলোচক: প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, প্রফেসর মোহাম্মদ হাসানুল ইসলাম, অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ; সূচনা বক্তব্য: রেজাউল করিম স্বপন। ১৩ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুর লেখকসত্তা, মূল প্রবন্ধঅধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী; সভাপতি: অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা; আলোচক: প্রফেসর আলেঙ আলীম, কাজী রুনু বিলকিস, দীপক বড়ুয়া; সূচনা বক্তব্য: অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা।

১৪ আগস্ট: সেমিনারের বিষয়: বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা, মূল প্রবন্ধঅধ্যাপক বাসুদেব খাস্তগীর; সভাপতি: সিরু বাঙালি; আলোচক: অধ্যাপক মোহাম্মদ আলী, নাসের রহমান, নেছার আহমদ, শাকিল আহমেদ; সূচনা বক্তব্য: নিজামুল ইসলাম সরফী। ১৫ আগস্ট: জাতীয় শোক দিবস, সভাপতিপ্রফেসর ড. অনুপম সেন; আলোচক: প্রফেসর ড. মাহবুবুল হক, প্রফেসর ড. শিরীণ আখতার, প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রফেসর রণজিৎ কুমার দত্ত; সূচনা বক্তব্য: আমিনুর রশীদ কাদেরী। ১৫ দিনব্যাপী অনুষ্ঠামালায় কবিতা পাঠ ও আবৃত্তি করবেনঅনুপমা অপরাজিতা, অপু চৌধুরী, অপু বড়ুয়া, অভি ওসমান, অমিত বড়ুয়া, অর্চনা রানী আচার্য, অরুণ শীল, আকতার হোসাইন, আখতারুল ইসলাম, আজিজ কাজল, আজিজ রাহমান, আনোয়ারুল হক নূরী, আ ফ ম মোদাচ্ছের আলী, আবদুল্লাহ ফারুক রবি, আবু তাহের মুহাম্মদ, আবু মুসা চৌধুরী, আবুল কালাম বেলাল, আলহাসনাত মাসুম শিহাব, আসিফ ইকবাল, আশীষ সেন, আয়েশা সিদ্দিকা হ্যাপি, আহসানুল হক, ইউসুফ মুহাম্মদ, ইফতেখার মারুফ, ইলিয়াস হোসেন, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, এমিলি মজুমদার, এস এম মোখলেসুর রহমান, কাকলী দাশগুপ্ত, কাজী নাজরিন, কানিজ ফাতিমা, কানিজ ফাতেমা লিমা, কেশব জিপসী, কুতুবউদ্দিন বখতেয়ার, কোহিনুর আকতার, কোহিনুর শাকি, খালেছা খানম, খালেদ হামিদী, খুরশীদ আনোয়ার, খোকন মজুমদার, গৌতম কানুনগো, গৌরীপ্রভা দাশ, চম্পা চক্রবর্তী, চৌধুরী শাহজাহান, ছন্দা দাশ, ছাইফুল হুদা ছিদ্দিকী, জসিম উদ্দিন খান, জসীম মেহবুব, জাকির হোসেন কামাল, জান্নাতুল ফেরদৌস, জাহানারা মুন্নী, জি.এম. জহির উদ্দীন, জিন্নাহ চৌধুরী, জোনাকি দত্ত, জোবায়দা আক্তার চৌধুরী, তসলিম খাঁ, তানজিনা রাহী, তানভীর হাসান বিপ্লব, তাপস চক্রবর্তী, তারিফা হায়দার, তালুকদার হালিম, দিলীপ কির্তুুনীয়া, দীপান্বিতা চৌধুরী, নজরুল জাহান, নবাব হোসেন মুন্না, নাটু বিকাশ বড়ুয়া, নান্টু বড়ুয়া, নাসিমা হক মুক্তা, নিগার সুলতানা, নিশাত হাসিনা শিরিন, নীলিমা শামীম, নুরনাহার ডলি, নুরনাহার নিপা, প্রতিমা দাশ, প্রদীপ ভট্টাচার্য, প্রদ্যোত কুমার বড়ুয়া, প্রিয়াংকা সরকার, পারভীন আকতার, ফারজানা আজিম, ফারজানা রহমান শিমু, ফারহানা আনন্দময়ী, ফারহানা ইসলাম রুহী, ফেরদৌস আরা রীনু, বিকিরণ বড়ুয়া, বিলাস কান্তি দাশ, বনশ্রী বড়ুয়া, বরুণ কুমার আচার্য, বিজন মজুমদার, বিভা ইন্দু, বিভাস গুহ, বিশ্বজিত বড়ুয়া, ভাগ্যধন বড়ুয়া, মনজুর আহমেদ, মর্জিনা আখতার, মল্লিকা বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, মনিরুল মনির, মাজহার হেলাল, মাহবুবা চৌধুরী, মাহবুবা ছন্দা, মিতা পোদ্দার, মিলন বনিক, মুনা চৌধুরী বড়ুয়া, মুশফিকুর রহমান, মো. নাজিম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, রঞ্জন বনিক, রফিক আহমদ খান, রমজান মাহমুদ, রশীদ এনাম, রহমান রনি, রহমান হাবীব, রাজন বড়ুয়া, রায়হানা হাসিব, রাসু বড়ুয়া, রিফাত ফাতিমা তানসি, রিমঝিম আহমেদ, রুনা তাসমিনা, রুমি চৌধুরী, রূপক কুমার রক্ষিত, রূপম চক্রবর্তী, রেহেনা মাহমুদ, লিপি বড়ুয়া, লিপি তালুকদার, লিটন কুমার চৌধুরী, শওকত আলী সুজন, শওকত জসীম, শ ম বখতিয়ার, শর্মি বড়ুয়া, শর্মিষ্ঠা চৌধুরী, শান্তময় দাশ, শামসুল কবির লিটন, শামীম ফাতেমা মুন্নী, শামীমা আক্তার হীরা, শারুদ নিজাম, শাহনাজ সুলতানা, শাহিদা আয়শা, শাহীন মাহমুদ, শিউলী নাথ, শিবুকান্তি দাশ, শিরিন আফরোজ, শুক্লা ইফতেখার, শুভশীষ দত্ত ভানু, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, শেলী সেনগুপ্তা, শৈবাল বড়ুয়া, সত্যজিৎ দাশ কাঞ্চন, সনজিত দে, সরওয়ার কামাল পাশা, সরওয়ার আরমান, স্মরণিকা চৌধুরী, সাইফুল্লাহ কায়সার, সাইয়্যেদা জয়নাব শিউলী, সাঈদুল আরেফীন, সাথী দাশ, সারাফ নাওয়ার, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুচিত্রা ভট্টাচার্য, সুপলাল বড়ুয়া, সুব্রত কুমার নাথ, সুবর্ণা দাশ মুনমুন, সুমি দাশ, সুমি ভট্টাচার্য, সুলতানা নুরজাহান রোজী, সুসেন কান্তি দাশ, সেলিনা শেলী, সেলিম তালুকদার আকাশ, সৈয়দ আহমদ বাদল, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দীন, সৈয়দা ডালিয়া, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দী, সৌভিক চৌধুরী, সৌরভ শাখাওয়াত, হেলাল চৌধুরী, হৈমন্তী তালুকদার এবং আরো অনেকে। সঞ্চালনা করবেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, মর্জিনা আখতার, সাঈদুল আরেফীন।

লেখক: প্রাবন্ধিক।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা তবু চলে
পরবর্তী নিবন্ধপ্রকৃতিপ্রেমী সাহিত্যিক আহমদ ছফা