ভোরের স্নিগ্ধ হাওয়ায়
পাখিরা মিষ্টি সুরে গায়,
সকালের নব ঊষার আলোয়
ফুলেরা দোলা দিয়ে নাচে।
দুপুরের নিস্তব্ধ বিষণ্নতায়
পোষা প্রাণীরাও ক্লান্তিতে গা এলায়,
বিকেলের উদাষী চঞ্চলতায়
শিশুরা নির্মল চিত্তে হাসে।
সন্ধ্যার মায়াবী পরশে
প্রিয়জনের অপেক্ষা ফুরোয়।
আর আমি
রাতের নির্জনতায় চাঁদকে বলি,
জোছনার ফুল তুমি
আমার জন্যই ফুটো।
তোমার জন্য বাঁচতে চাই
সহস্র রাত্রি।