রাঙ্গুনিয়া এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নে ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। তরুণীর নাম তন্বী ধর (১৭)। সে ওই এলাকায় প্রবাসী সুভাষ ধরের মেয়ে। তার পরিবারের স্বজনরা বলছে তন্বী নিজ কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে। তন্বীর মা লক্ষ্মী ধর জানান, তিনি রাতের খাবারের জন্য রান্না করতে গেলে তন্বী নিজের শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। প্রতিবেশীরা দরজা ভেঙে তন্বীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করলো বুঝতে পারছেন বলে জানান তন্বীর মা।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন সওদাগর বলেন, তন্বীর পরিবার ফেরীঘাট এলাকার একটি ভবনে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন। সে দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিল। মানসিক অশান্তি থেকেই সে সম্ভবত এই পথ বেছে নিতে পারে বলে ধারণা করছি। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।