কই পাবো মধুর সে হাসি মায়াময় ?
কই পাবো ছুটে চলা সেই গুডবয় ?
কোথা পাবো প্রাণবান নিষ্পাপ মুখ ?
যাকে খুব মনে পড়ে কেঁপে ওঠে বুক।
কোনো এক হায়েনার হিংস্র নখে,
ভয়ানক জিহ্বার বিষ লকলকে,
কেড়ে নিলো ছোট এক তরতাজা প্রাণ,
সে ছিল রাসেলসোনা মুজিবের জান।
হাসুআপু রেহানার যক্ষের ধন,
বুকেতে জড়ানো ছিল যখন তখন।
মনে পড়ে আজ তার যত গাথা–স্মৃতি,
মুছবে না কোনদিন যার নেই ইতি।
তার মুখ ভেসে আছে ওই আসমানে,
গেঁথে আছে এ বুকের মধ্যিখানে।