নাসিরাবাদ স্কুলের মাঠ সংস্কারে জেলা প্রশাসককে স্মারকলিপি

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি এক সময় অনেক কৃতী খেলোয়াড় সৃষ্টি করেছে। এই মাঠে সুদীর্ঘদিন অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু বর্তমানে খেলার মাঠটি আর খেলার উপযোগী নেই। খেলার মাঠের এ দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (নাসউবি) কর্মকর্তাবৃন্দ। মাঠ রক্ষায় নাসউবি এলামনাই এসোসিয়েশন সভাপতি শাহিন আফতাব উর রেজা চৌধুরী, সহ সভাপতি এ কে এম আব্দুল হান্নান আকবর ও সাধারণ সম্পাদক আব্দুল হাই জাহাঙ্গীরের নেতৃত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহকারী সচিব শামসুল তাবরিজের সহযোগিতায় এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল গত ২৪ জুলাই জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে দেখা করেন। এই সময় বিদ্যালয়ের মাঠ সংস্কার বিষয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন তারা। জেলা প্রশাসক বিদ্যালয়ের ছাত্রদের বহুদিনের প্রাণের দাবি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি তৎক্ষণাৎ বিদ্যালয়ের মাঠ পরিদর্শনের জন্য একজন প্রতিনিধি প্রেরণ করেন। উক্ত প্রতিনিধি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দাস, বিদ্যালয় এর আইসিটি শিক্ষক দীপক কুমার সাহা, নাসউবি এলামনাই এসোসিয়েশনের অর্থ সম্পাদক রেজাউল হায়াত খান আবির,দপ্তর সম্পাদক আহসান উল্লাহ হাসান, ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক এডভোকেট বদরুল রিয়াজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাজিদুল ইসলাম ও সহ দপ্তর সম্পাদক শেফাত উল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধদুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রিত
পরবর্তী নিবন্ধসুপার ফোরে মোহামেডান ব্লুজ