কাপ্তাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চোংড়াছড়ি বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কাপ্তাই উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে চোংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১ গোলে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। খেলায় অংশ গ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের হাতে একটি করে গাছের চারা উপহার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার আচার্য্য। এসময় অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নিপু চন্দ্র, চিরনজিত তনচংগ্যা, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, নুরুল হুদা কাদেরী, জয়সীম বড়ুয়া, মাহবুব হাসান বাবু, বিদর্শন বড়ুয়া এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের ১৬ টি খেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধদুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রিত