ট্রাক চালক ও সহকারীর যাবজ্জীবন

৪৮ হাজার ইয়াবা উদ্ধার মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পটিয়া বাস টার্মিনাল এলাকায় ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ট্রাক চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, ট্রাক চালক মো. মাসুম মিয়া ও তার সহকারী মো. আলম হোসেন। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এই রায় ঘোষণা করেন।

এ সময় তারা দুজনই কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস রাস্তার মোড়ের পটিয়া বাস টার্মিনাল এলাকা থেকে ২০২১ সালের ২৪ জুলাই ট্রাকের ভেতর থেকে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের এই ঘটনা ঘটে। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়। পরে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হলে বিচারক চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে মনসুরাবাদে ট্রাংক রোড অবরোধ
পরবর্তী নিবন্ধষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রশ্নপত্র ছাপিয়ে মূল্যায়ন পরীক্ষা!