দক্ষিণ আফ্রিকায় গাজীপুরের এক প্রবাসী দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৪৪ বছর বয়সি আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল গত রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে ক্যাপটাউনের মালমেসবুরি টাউনে খুন হন বলে তার ছেলে সাকিব মোড়ল জানান। তিনি বলেন, মঙ্গলবার (গতকাল) দুপুরে বিষয়টি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি লোকজন আমাদের জানিয়েছেন।
নিহত আসাদ মোড়ল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। তিনি দুই ছেলে–মেয়ের জনক। খবর বিডিনিউজের।
সাকিব মোড়ল জানান, রোববার মালমেসবুরি ক্যাফের বেকারিতে কাজ করছিলেন আসাদ। ঘটনার সময় কয়েকজন সঙ্গে বাকবিতণ্ডার জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তার ওপর হামলা চালায় তারা। তিনি বলেন, ওই দিন দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হন বাবা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। এছাড়া মরদেহ আনার জন্য দেশে সব প্রক্রিয়া চলামান রয়েছে বলে জানান তিনি।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন, দীর্ঘ সাত বছর যাবৎ আসাদ ওই দেশে বসবাস করছেন। আগামী বছর পর তার দেশে ফেরার কথা ছিল।