কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর ছাত্র শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ৬ দিন পর এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। সাদিকুর রহমানের ভাই মাহবুবুর রহমান গত ২৪ জুলাই কাপ্তাই থানায় এজাহের দায়ের করেন। কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন এজাহারটি মামলা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে আজাদীকে জানান। এজাহারে মাহবুবুর রহমান তার ছোট ভাইয়ের কতিপয় সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ করেন। বিভিন্ন সময় সহপাঠিরা সাদিকুরকে বিরক্ত করতো। বিষয়টি সাদিকুর তার মা এবং পরিবারের সাইকে আগেই অবহিত করেছিলেন বলেও মাহবুবুবর রহমান জানান। তিনি বলেন আমরা ধারণা করছি আমার ভাই হত্যার শিকার হয়েছে। তার সহপাঠিদেরই কেউ এ হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও তিনি জানান।
বিএসপিআইয়ের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার জানান গত ১৬ জুলাই বিএসপিআইয়ের ৫ম পর্ব, ২য় শিফ্ট, কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র শেখ সাদিকুর রহমান দোতলার হোস্টেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ছাত্ররা তাকে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চমেকে চার দিন চিকিৎসার পর গত ১৯ জুলাই সাদিকুর রহমান মৃত্যু বরণ করেন।