শিল্পকলায় আজ নাট্যাধারের নাটক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২৭ পূর্বাহ্ণ

আহাম্মদ কবীর রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটকটি আজ ২৫ জুলাই বিকেল ৫ টা এবং সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যা’র রচয়িতাগণের তত্ত্বাবধানে পরিচালিত অত্যতম প্রধান শিক্ষাকেন্দ্র ‘পণ্ডিত বিহার’ এর প্রতিষ্ঠা, পরিচালনা ও ধ্বংস হওয়ার ইতিবৃত্ত চিত্রায়ণের পাশাপাশি নাটকটিতে চট্টগ্রামে আরও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে তুলে ধরার প্রয়োজনীয়তা ও গুরুত্ব কাহিনীসংলাপনৃত্যগীতির মাধ্যমে অভিনীত হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় আইন ২০১২’ রহস্যজনক কারণে ২০২৩ সালে এসেও বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় জনগণের অভিমতকে উপজীব্য করে রচিত ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটকটি মঞ্চায়ণের মাধ্যমে চট্টগ্রামে আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার যৌক্তিকতা তুলে ধরতেই নাট্যাধার ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটকটি প্রযোজনা করেছে। প্রদর্শনীর দিন মিলনায়তন কাউন্টারে প্রবেশপত্র পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘পাতালঘর’
পরবর্তী নিবন্ধআমি চাই না আমার সন্তানেরা গান করুক