জনকল্যাণে ফুটপাত দখলমুক্ত করুন

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

সড়কের পাশে পথচারীদের নিরাপদে চলাচল করার জন্য তৈরি করা হয় ফুটপাত। তবে আদৌ পথচারীরা ব্যস্ত সড়কের ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে কিনা তা ভেবে দেখা দরকার। ফুটপাত যেন ফুটপাত নয় বরং পরিণত হয়েছে হাটবাজারে। হয়ত কোনো মেলার দোকানগুলোতেও এতটা ভীড় দেখা যায় না যতটা দেখা যায় ফুটপাতে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানগুলোতে। ফুটপাত দখল করে দিনের পর দিন নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করে যাচ্ছে সমাজের কিছু তথাকথিত ক্ষমতাধর লোকজন। আবার অনেক সময় ইট, বালু সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখতে ব্যবহার করা হচ্ছে ফুটপাত। এতে পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। ফুটপাত ছেড়ে মূল সড়ক চলাচলের পথ হিসেবে বেছে নেওয়ায় প্রায়ই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এছাড়া যান চলাচলেও বেশ বাধা তৈরি হচ্ছে। সারা দেশের বিভিন্ন শহর কিংবা মহানগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে এই পরিবেশ চোখে পড়ার মতো। এ ব্যাপারে প্রশাসন এবং কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। পথচারীরা যেন নিরাপদে চলাচল করতে পারে সে জন্য ফুটপাত হকার মুক্ত বা দখল মুক্ত রাখা জরুরি। এজন্য প্রয়োজন আইনের বাস্তবিক প্রয়োগ। সিটিকরপোরেশন ও পৌরসভা প্রশাসনকে এ ব্যাপারে সচেষ্ট হতে হবে। নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। এছাড়া জনগণেরও সচেতনতা প্রয়োজন ।

খালিদ সাইফুল্লাহ তাহমিদ

শিক্ষার্থী,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আলী আহসান : শিক্ষাবিদ ও সব্যসাচী লেখক
পরবর্তী নিবন্ধশ্রাবণের স্পন্দন