যুবদলের দুই নেতাকে বহিষ্কার

আওয়ামী লীগের কর্মকাণ্ডে অংশগ্রহণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ায় লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার পৃথক বহিষ্কারাদেশ পত্রে স্বাক্ষর করেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

বহিষ্কারাদেশে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে অসীন থেকে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হল। বিষয়টি নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আজাদীকে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধএবারের ডেঙ্গু কি ভয়াবহ রূপ নিচ্ছে?
পরবর্তী নিবন্ধক্রিমরোলের প্লাস্টিকের প্যাকেট থেকে হত্যার রহস্য উন্মোচন