৮ ভবন মালিককে জরিমানা

মশার লার্ভা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

নগরের এনায়েতবাজার ও নন্দনকানন এলাকায় মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় ওইসব ভবন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানে ডেঙ্গু মশা নিধনে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়। এসময় নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ দোকানদারের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরো ৯৩ জনের ডেঙ্গু শনাক্ত চট্টগ্রামে