চাল–ডাল–তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম কমানো, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও টেস্টসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে নগরীর নিউমার্কেট মোড়ে দলের জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা, জাহেদুন নবী কনক, রিপা মজুমদার। বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের ব্যর্থতার সমালোচনা করে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সময়মতো সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ ও উদ্যোগ না নেওয়ার ফলাফলে চট্টগ্রামে ডেঙ্গু মহামারীর রূপ নিয়েছে। অথচ ডেঙ্গু বিস্তারের দায় চাপানো হচ্ছে নগরবাসীর উপর। কিন্তু জনগণের করের টাকা চলা সিটি করপোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের। অথচ তারা সে দায়িত্ব পালন না করায় আজ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এমতাবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সমন্বিত উদ্যোগ গ্রহণ, ডেঙ্গু রোগীদের সরকারি উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও টেস্ট নিশ্চিত করা, সরকারি হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করার জোর দাবি জানাই। প্রেস বিজ্ঞপ্তি।