চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। আগামী ২৫ জুলাই ত্রি–বার্ষিক সম্মেলন সফল করতে গতকাল শনিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)। সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. আলী সিদ্দিকী, আলী আকবর, নূরে আলম সিদ্দিকী, মহসিন খান, এস এম জাহাঙ্গীর আলম সুমন, শাহাবুদ্দিন, দিদারুল আলম, এড. মিল্লাত, আজিম উদ্দিন, মো. সেলিম, রিয়াজ মোর্শেদ, বাবর উদ্দিন সাগর, ডা. ফজলুল হক সিদ্দিকী, গিয়াস উদ্দিন, মুস্তফিজুর রহমান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় ত্রি–বাষিক সম্মেলনকে সফল করতে নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।